আযানের সুর

0

যখনই আমি শুনি দূর থেকে ভেসে আসা আযানের সুর
তখনই আমার মন চলে যায় আল্লাহর কাছে
আমি পড়ে থাকি পৃথিবীতে।
আমি যেন তখন আর আমার মধ্যে থাকি না
কোনো এক অজানা মায়ার সাগরে আমার চিন্তা-ভাবনা সাঁতার কাটতে থাকে!
আযানের কথায় আছে জাদু
সেই জাদু প্রর্দশনীর সময় অজানা কোনো মায়ার জগতে আমার অভিসার হয় শুরু।
আযান শুনতে শুনতে শুধু ভাবতে থাকি আল্লাহ কত মহান
না হ’লে আযানের সুর কীভাবে হয় এত সুমধুর?
মহাবিশ্বের সবকিছুই তো তাঁর সৃষ্টি
এ সুরও সেই সৃষ্টিরই অংশ।
আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি নেই।
সত্যিই মিথ্যা শুনিনি
‘আযান বিশ্বের শ্রেষ্ঠ সঙ্গীত।’
আহা! কী মনোরম সেই সঙ্গীতের সুর
যা শুনলে দেহ-প্রাণ হয় পবিত্র
যে থাকে মেতে সেই সঙ্গীতের সুরে
সে পায় অনেক ভালোবাসা আল্লাহর কাছ থেকে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪/২/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply