0
যাহা চাই তাহা পাইনা, যাহা পাই তাহা চাইনা। তাহলে? এমন কিছু চাইতে হবে যাহা পাওয়া যায়। তেমন কিছু কি আছে? না, তেমন কিছু নাই। তাহলে, কি চাইব?
তুমি চাও হাঁসের ডিম যাহা বড় বড়।কিন্তু হাঁসের ডিম তো অসার এটাতে সাধ বেশি পাওয়া যায়না। তাহলে মোরগের ডিম চাম চাও।মোরগ তো ডিম পাড়েনা।তাহলে চাওয়ার মত কিছুই নাই।

0