আল্লাহু আকবার

play icon Listen to this article
0

আল্লাহু আকবার

লুবাব হাসান সাফওয়ান

 

আল্লাহু আকবার

নেই সময় থাকবার

ঘুমেতে বিভোর!

আল্লাহু আকবার

এই সময় জাগবার

আঁধার চিরি ঘোর

 

আল্লাহু আকবার

এই সময় হাঁকবার

‘লিল্লাহি তাকবীর’

আল্লাহু আকবার

এই সময় ডাকবার

ঘুম ভেঙ্গে জাগ বীর!

 

আল্লাহু আকবার

এই সময় রাগবার

কাফির সম্মুখে

আল্লাহু আকবার

কে রুখে রাখবার?

চলো দম-বুকে

 

আল্লাহু আকবার

ভাঙো বন্ধ দ্বার

তাড়াও অন্ধকার

আসবে নয় কি ভোর?

আল্লাহু আকবার

এই সময় জাগবার

নেই সময় থাকবার

ঘুমেতে বিভোর!

 

রচনা: 10|2|2022

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

লুবাব হাসান সাফ‌ওয়ান

Author: লুবাব হাসান সাফ‌ওয়ান

লুবাব হাসান সাফ‌ওয়ান। ঠিকানা: নোয়াখালী। কর্ম: ছাত্র। পড়াশোনা: আল-ইফতা ওয়াল হাদীস [চলমান] প্রতিষ্ঠান: মাদরাসাতু ফায়দ্বিল 'উলূম নোয়াখালী।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Leave a Reply