0
আল্লাহু আকবার
লুবাব হাসান সাফওয়ান
আল্লাহু আকবার
নেই সময় থাকবার
ঘুমেতে বিভোর!
আল্লাহু আকবার
এই সময় জাগবার
আঁধার চিরি ঘোর
আল্লাহু আকবার
এই সময় হাঁকবার
‘লিল্লাহি তাকবীর’
আল্লাহু আকবার
এই সময় ডাকবার
ঘুম ভেঙ্গে জাগ বীর!
আল্লাহু আকবার
এই সময় রাগবার
কাফির সম্মুখে
আল্লাহু আকবার
কে রুখে রাখবার?
চলো দম-বুকে
আল্লাহু আকবার
ভাঙো বন্ধ দ্বার
তাড়াও অন্ধকার
আসবে নয় কি ভোর?
আল্লাহু আকবার
এই সময় জাগবার
নেই সময় থাকবার
ঘুমেতে বিভোর!
রচনা: 10|2|2022
আরো পড়ুন-
- হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী গ্রন্থ
- তাকদীর বলতে কি বুঝায়
- পুনরুত্থান কাকে বলে?
- আখিরাতের গুরুত্ব
- আসমানী কিতাব

0