0
গতকালের গল্পটি কি ছিল? গতকালের গল্পটি ছিল তুমি আমার ছিলে, তুমি আমার গান গাইতে, তুমি আমার ছবি আঁকতে, তুমি আমাকে নতুন নামে ডাকতে, তুমি আমাকে দেখলে এক পলকে তাকিয়ে থাকতে।আজকের গল্পটি কি? আজকের গল্পটি হল, আজ তুমি আমার কিছু নয়।এমন হল কি করে? কারন, কোন একদিন তুমি পথের ধারে আম কুড়াতে গিয়েছিলে আজও তুমি সেই আম কুড়াচছ।তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে পথের ধার থেকে লাল রশি দিয়ে শক্ত করে বেঁধে নিয়ে আসতে হবে। আমি কি সেই কাজটি করেছি? না।তাইতো? আমার নাম আল মানাম নয়।আমার নাম কবে আল মানাম হবে?
এই শুনেছিস্, শুনেছিস্ আল মানাম নাকি এখান দিয়ে ত্বরিত গতিতে হেঁটে গেছে? হ্যাঁ, একটু আগেয়েনা হেঁটে গেল! তাহলেআমি আমার নাম আল মানাম রাখতে পারি।
আরো পড়ুন-
- গৌতম বুদ্ধের শিক্ষা
- ইউটিউব থেকে আয় করার উপায়
- এডসেন্সের টাকা তোলার পদ্ধতি
- ছোটগল্প লেখার নিয়ম
- মোটিভেশনাল উক্তি

0