0
আমার একজন ভালবাসার মানুষ ছিল সে রোজ রাতে আমাকে ফুল দিয়ে যেত।একদিন দেখলাম ফুল নেই। বললাম ফুল নেই কেন? বলল, তোমার কথা ভাবতে গেলে ফুল হাতে থাকেনা।আজ সে মারা গেছে, আমি এখন কি করব? শোক করব? শোক করে কি হবে? তার চেয়ে দোয়া করি। দোয়া করলে সে ফিরে আসবে? আসলেওতো আসতে পারে কারন, ঈশ্বর পারেননা এমন কোন কাজ আছে! তাহলে দোয়া করতেই থাকি ইনশাআল্লাহ ফিরে আসবেই, ইশ্বরের উপরে আস্থা হারানো যে পাপ।

0