মনের মানুষকে মন দিলাম ( প্রেমের কবিতা)

0

আমার একজন ভালবাসার মানুষ ছিল সে রোজ রাতে আমাকে ফুল দিয়ে যেত।একদিন দেখলাম ফুল নেই। বললাম ফুল নেই কেন? বলল, তোমার কথা ভাবতে গেলে ফুল হাতে থাকেনা।আজ সে মারা গেছে, আমি এখন কি করব?  শোক করব? শোক করে কি হবে?  তার চেয়ে দোয়া করি। দোয়া করলে সে ফিরে আসবে?  আসলেওতো আসতে পারে কারন, ঈশ্বর পারেননা এমন কোন কাজ আছে!  তাহলে দোয়া করতেই থাকি ইনশাআল্লাহ ফিরে আসবেই, ইশ্বরের উপরে আস্থা হারানো যে পাপ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার, নীলক্ষেত, ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

  আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল’

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ হোসেন

Leave a Reply