কবিতা : আজ শহর জুড়ে বৃষ্টি নামুক। সুমাইয়া আক্তার বৃষ্টি

0

আজ শহর জুরে বৃষ্টি নামুক,
হারিয়ে যাক সব কিছু মহাকালের জটিলতায়।
রয়ে যাক শুধু আমার তপ্ত নিশ্বাস,
যার প্রতিধ্বনি আমি ছাড়া কেউ শুনবে না।

আজ শহর জুরে বৃষ্টি নামুক,
সাথে থাকুক মন মাতানো হাওয়া।
যে হাওয়ায় উড়িয়ে দেওয়া যাবে আমার সকল নিরবতা।

আজ শহর জুরে বৃষ্টি নামুক,
ডুবে যাক পথ-ঘাট, সকল প্রান্তর।
থাকবো শুধু আমি কোনো এক পাহাড়ের চূড়ায়,
আর দেখবো এই মহাপ্রলয়।

~সমাপ্ত

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

2 Replies to “কবিতা : আজ শহর জুড়ে বৃষ্টি নামুক। সুমাইয়া আক্তার বৃষ্টি”

Leave a Reply