0
আজ শহর জুরে বৃষ্টি নামুক,
হারিয়ে যাক সব কিছু মহাকালের জটিলতায়।
রয়ে যাক শুধু আমার তপ্ত নিশ্বাস,
যার প্রতিধ্বনি আমি ছাড়া কেউ শুনবে না।
আজ শহর জুরে বৃষ্টি নামুক,
সাথে থাকুক মন মাতানো হাওয়া।
যে হাওয়ায় উড়িয়ে দেওয়া যাবে আমার সকল নিরবতা।
আজ শহর জুরে বৃষ্টি নামুক,
ডুবে যাক পথ-ঘাট, সকল প্রান্তর।
থাকবো শুধু আমি কোনো এক পাহাড়ের চূড়ায়,
আর দেখবো এই মহাপ্রলয়।
~সমাপ্ত
আরো পড়ুন-
- বুলিয়ান এলজেবরা
- ইহুদি ধর্মের ইতিহাস
- বেলের উপকারিতা ও অপকারিতা
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- প্রবন্ধ লেখার নিয়ম

0
ভালো লিখেছেন কবি
ধন্যবাদ