1
দুনিয়ার এই মঞ্চেে
—-আলী সোহেল—
দুনিয়াটা বদলে গেছে
তুমিও বদলে গেছো অনেক
আমি তো হয়নি বদল
আমার দু-চোখ ভরা কজল।
সহজ সরল মানুষ আমি
দুনিয়ার এই মঞ্চে !!
কেও বুঝেনা সেও বুঝেনা
বাঁচবো আমি কোন সে।
এই দুনিয়ায় কত রঙ্গ কত রকম সঙ্গ ,
আগের মতই রয়ে গেছে
আমার সারা অঙ্গ।
শত শত স্বপ্ন ভঙ্গ, বস করেছে কোন সে
বাঁছবো আমি কেমন করে,
দুনিয়ার এই মঞ্চে !!
নতুন লেখা পড়ুন- লেখক ডট মি তে,
আরো পড়ুন-

1
rrhul5455@gmail.com খুবই ভালো একটা ওয়েবসাইট পেয়েছি এতো দিন পর।