কবিতা – দুনিয়ার এই মঞ্চে

1

দুনিয়ার এই মঞ্চেে

—-আলী সোহেল—

দুনিয়াটা বদলে গেছে
তুমিও বদলে গেছো অনেক
আমি তো হয়নি বদল
আমার দু-চোখ ভরা কজল।
সহজ সরল মানুষ আমি
দুনিয়ার এই মঞ্চে !!
কেও বুঝেনা সেও বুঝেনা
বাঁচবো আমি কোন  সে।
এই দুনিয়ায় কত রঙ্গ কত রকম সঙ্গ ,
আগের মতই রয়ে গেছে
আমার সারা অঙ্গ।
শত শত স্বপ্ন ভঙ্গ, বস করেছে কোন সে
বাঁছবো আমি কেমন করে,
দুনিয়ার এই মঞ্চে !!


নতুন লেখা পড়ুন- লেখক ডট মি তে,

আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Md. Ali Sohel

Author: Md. Ali Sohel

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

কবিতা কানপড়া আফছানা খানম অথৈ

#কবিতা কানপড়া আফছানা খানম অথৈ যাও বুড়ি চলে যা যেদিকে দুচোখ যা, তুই একটা নষ্টা বউকে দেস কষ্টা। তোর জ্বালা

One Reply to “কবিতা – দুনিয়ার এই মঞ্চে”

Leave a Reply