কবিতা – দুনিয়ার এই মঞ্চে

1

দুনিয়ার এই মঞ্চেে

—-আলী সোহেল—

দুনিয়াটা বদলে গেছে
তুমিও বদলে গেছো অনেক
আমি তো হয়নি বদল
আমার দু-চোখ ভরা কজল।
সহজ সরল মানুষ আমি
দুনিয়ার এই মঞ্চে !!
কেও বুঝেনা সেও বুঝেনা
বাঁচবো আমি কোন  সে।
এই দুনিয়ায় কত রঙ্গ কত রকম সঙ্গ ,
আগের মতই রয়ে গেছে
আমার সারা অঙ্গ।
শত শত স্বপ্ন ভঙ্গ, বস করেছে কোন সে
বাঁছবো আমি কেমন করে,
দুনিয়ার এই মঞ্চে !!


নতুন লেখা পড়ুন- লেখক ডট মি তে,

আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Md. Ali Sohel

Author: Md. Ali Sohel

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

One Reply to “কবিতা – দুনিয়ার এই মঞ্চে”

Leave a Reply