0
শুভদিন
আফছানা খানম অথৈ
নতুন বছর নতুন দিন
আসছে ঘুরে শুভদিন,
পুরাতন বছরকে বিদায়
নতুন বছরকে স্বাগতম।বাংলার আকাশে বাতাসে
উড়ছে নতুন বছরের পতাকা,
জোয়ান বুড়ো সবাই মিলে
গাইছে শুভ নববর্ষ।নতুন বছরের উল্লাসে
মুখরিত বাংলার মাঠঘাট
নাচে গানে তাল মাতাল
বাংলার নওজোয়ান।এদিক সেদিক সবদিকে
বসেছে মেলা মাঠেঘাটে
ক্রেতা বিক্রেতার উপছে ভিড়
বেচা কেনায় তুমুল ঝড়।

0