0
স্রষ্টা
আফছানা খানম অথৈ
স্রষ্টা হলো সবার মালীক
স্রষ্টা সবার দাতা,
স্রষ্টার নাম জফ করিলে
মুক্তি পাবে সদা।
স্রষ্টা হলো সবার গুরু
সৃষ্টি কুলের মালীক,
তার ঈশারায় ঘুরছে সদা
সৃষ্টির সকল চাকা।
আরশে আজীমের মালীক স্রষ্টা
বিচার দিনের স্বামী,
ন্যায় অন্যায় দেখে
বিচার করবেন তখনি।
পাপি পাপেন পাপের সাজা
নেকি পাবেন মুক্তি,
কেঁদে কেঁদে ক্ষমা চাইবেন
সকল পাপি তাপি।
মাফ করবেন না স্রষ্টা তখন
দিবেন কঠিন সাজা,
এক নিমিষে নিক্ষেপ করবেন
জাহান্নামের শাখায়।

0