কবিতা স্রষ্টা আফছানা খানম অথৈ

0

স্রষ্টা

আফছানা খানম অথৈ

স্রষ্টা হলো সবার মালীক
স্রষ্টা সবার দাতা,
স্রষ্টার নাম জফ করিলে
মুক্তি পাবে সদা।
স্রষ্টা হলো সবার গুরু
সৃষ্টি কুলের মালীক,
তার ঈশারায় ঘুরছে সদা
সৃষ্টির সকল চাকা।
আরশে আজীমের মালীক স্রষ্টা
বিচার দিনের স্বামী,
ন্যায় অন্যায় দেখে
বিচার করবেন তখনি।
পাপি পাপেন পাপের সাজা
নেকি পাবেন মুক্তি,
কেঁদে কেঁদে ক্ষমা চাইবেন
সকল পাপি তাপি।
মাফ করবেন না স্রষ্টা তখন
দিবেন কঠিন সাজা,
এক নিমিষে নিক্ষেপ করবেন
জাহান্নামের শাখায়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ

#কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ কত গরীব দেখি রোজ না খেয়ে আছে পথেঘাটে পড়ে আছে কেউ নেই কাছে। আপন

রিকশাওয়ালা

গ্ৰামের থেকে কতো মানুষ হচ্ছে শহর মুখে, পেটের দায়ে জীবন তাদের চরম ভাবে দুখে। কোনো ভাবেই রাত যাপনে বস্তির ঘরে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

Leave a Reply