কবিতা স্রষ্টা আফছানা খানম অথৈ

0

স্রষ্টা

আফছানা খানম অথৈ

স্রষ্টা হলো সবার মালীক
স্রষ্টা সবার দাতা,
স্রষ্টার নাম জফ করিলে
মুক্তি পাবে সদা।
স্রষ্টা হলো সবার গুরু
সৃষ্টি কুলের মালীক,
তার ঈশারায় ঘুরছে সদা
সৃষ্টির সকল চাকা।
আরশে আজীমের মালীক স্রষ্টা
বিচার দিনের স্বামী,
ন্যায় অন্যায় দেখে
বিচার করবেন তখনি।
পাপি পাপেন পাপের সাজা
নেকি পাবেন মুক্তি,
কেঁদে কেঁদে ক্ষমা চাইবেন
সকল পাপি তাপি।
মাফ করবেন না স্রষ্টা তখন
দিবেন কঠিন সাজা,
এক নিমিষে নিক্ষেপ করবেন
জাহান্নামের শাখায়।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

Leave a Reply