0
আমি একদিন হাঁটতে বেরিয়ে ছিলাম।হঠাৎ একটি কুকুরের সাথে দেখা। কুকুরটি বলল, এই তুই সামনে যাইসনা।আমি সামনে এগিয়ে গেলাম। আবার একটি কুকুরের সাথে দেখা। সেও বলল, এই তুই সামনে যাইসনা! আমি তার কথাও রাখলামনা।আরেকটু এগিয়ে গেলে নতুন একটি কুকুর আমাকে একই কথা বলল।আমি আর সামনে এগুলামনা।পিছন ফিরে এসে দেখি আগের দুটো কুকুর মৃত।কে মেরেছে, কে মেরেছে? এমন এক ব্যক্তি মেরেছে যার হাতও নাই, পাও নাই, আছে শুধু দুটো দাঁত তাও তিন ইঞ্চি বাঁকা। তো মেরেছে কেন? এদের না মারলে সে মরে যেত।

0