0
তোমার জন্মের আগেও কেউ জন্মেছিল, তোমার জন্মের পরেও কেউ জন্মেছিল।সেই তুমি আমাকে ভালবাসনা, তাইতো তোমার জন্ম আমার কাছে কোন জন্ম মনে হয়না। তুমি কবে আমাকে ভালবাসবে, কবে আমি তোমার জন্ম’ জন্ম বলতে পারব? জানি তুমি কোনদিনই আমাকে ভালবাসবেনা, তাইতো তোমার জন্ম কোনদিনই কোন জন্ম নয়।
এই যে নতুন জন্ম উপাধি পেলে এখন তুমি আমাকে কি দেবে? তুমি আমাকে তোমার লাল ঠোঁট উপহার দাও তানাহলে তোমাকে আমি ডাইনী বলতে বাধ্য হব।
তুমি কি আসলেই ডাইনী? অবশ্যই ডাইনী তানাহলে তুমি আমাকে তোমার লাল ঠোঁট উপহার দিয়ে দিলেনা কেন!

0