0
তুমি কাকে ভালবাস? তুমি ভালবাস এমন একজনকে যার চোখ নেই। চোখ নেই কেন? তার একটি চোখ কাউয়া নিয়ে গেছে। তাহলে আমারও একটি চোখ কাউয়া নিয়ে যাক্ দেখি তুমি আমাকে ভালবাস কিনা। অবশ্যই বাসব।তাহলে আমার এ চোখ এক্ষুনি কাউয়া নিয়ে যাক্। এই কাউয়া, এই কাউয়া তুই কই? এই যে আমি। তুই এখুনি আমার একটি চোখ ঠোঁট মেরে নিয়ে যা।এই যে নিয়ে গেলাম। আমার একটি চোখ কাউয়া ঠোঁট মেরে নিয়ে গেছে এখন তুমি কি আমাকে ভালবাস? অবশ্যই বাসি। তাহলে তুমি হলে আসল কাউয়া।

0