0
তুমি যখন হাসতে থাক তখন আমি কাঁদতে থাকি, তুমি যখন কাঁদতে থাক তখন আমি হাসতে থাকি, বলি, তোমাকে আমি পেলামনা, তোমাকে আমি পেলামনা। তুমি কি আমার সে কথা শোন? না, শোননা।তাহলে? আমার সারাক্ষণই কাঁদা উচিত। আমি কি কাঁদব? কেঁদে লাভ কি! তার চেয়ে বরং হাসি!

0