কাবু সকল জনে

0

আমজনতা —-বিরাট কষ্টে
রাখছে কে’বা খেয়াল,
তাল বেতালের রাজনীতিতে
শান্তি দেশের বেহাল!

রাজ ভবনে —-ময়ূর পুষে
দিলেন খাদ্য দানা,
এমন সাধ্য কার আছে যে
করবে তাকে মানা!

খিদের জ্বালা বেজায় কষ্ট
লাগছে পেটে খিল,
চটলে বেশি করবে নিরব
পড়বে পিটে কিল।

বিপদ দেখি —সবখানেতে
কাবু সকল জনে,
রাজা-মন্ত্রী –আপন-স্বজন
বেজায় খুশি মনে!

আমজনতার —কঠিন প্রশ্ন
রাজনীতি কি ফিকে,
জোর ক্ষমতায় গর্দান ছিঁড়ে
থাকছে সেতো টিকে।

রাজনীতিতে ফায়দা লোটে
পড়ছে তন্ত্র-মন্ত্র,
শান্তি নামক পোশাকধারী
মরণ ফাঁদের যন্ত্র!

মনুষ্যত্ব——-উধাও আজি
সর্বলোকে জানে!
দেশ কাঁপছে তো কুশাসনে
নীতির বাক্য মানে।

অলীক সুখের—–করতালি
সবখানেতে চলে,
ঝুঁকছে মানুষ কার জোটেতে
সংখ্যায় দলে দলে!


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার, নীলক্ষেত, ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

  আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল’

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ হোসেন

One Reply to “কাবু সকল জনে”

Leave a Reply