0
ক্ষমা কি জিনিস আজও বুঝলামনা, যদি বুঝতাম তোমাকে আমি ক্ষমা করে দিতাম।না, না ক্ষমা কখনো বুঝার বিষয় নয় এটা শুধু মুখস্ত করতে হয়।তাহলে তোমাকে আমি কি করে ক্ষমা করি?
আমার ক্ষমা হবে যদি তুমি আমার পা ধরে মাফ চাও।তোমার পা ধরে মাফ চাইব এটা তুমি কি বলছ? হ্যাঁ, আমার পা ধরে মাফ চাইলেই তোমার ক্ষমা হয়ে যাবে। তাহলে আমি তোমার পা ধরেই মাফ চাইলাম।

0