0
ধর গান গাইত রূপা, শুনত পাভেল তখন তাদের মধ্যে কি হয়েছিল? ভালবাসা হয়েছিল। তাহলে আজ তুমি আমাকে কোন গান শুনিয়েছ? না।তাহলে? আজ আমাদের মধ্যে কোন ভালবাসা হয়নি। তাহলে তুমি কেন আমাকে এমন একটি দিন উপহার দিলে? এমন একটি দিন উপহার না দিলেওতো পারতে! এমন একটি দিন উপহার দিয়েছি কারন তোমার গানের গলা খুব সুন্দর, আমি তোমার কাছ থেকে গান শুনতে চাই।তাহলে শোন আমার সবচে’ প্রিয় গানটিই শোন, তুমি যে আমার কবিতা…. । আমি তো এ গান শোনার অপেক্ষায়ই ছিলাম।

0