0
গোলাপ ফুল দেখলেই আমার হাসতে ইচ্ছে করে। অথচ আমি হাসিনা। হাসিনা কেন? গোলাপ ফুল আমাকে ভালবাসেনা। একদিন জিজ্ঞেস করলাম, গোলাপ তুমি আমাকে ভালবাসনা কেন? সে বলে, গোলাপের মত তোমার গায়ের রং সুন্দর নয়। আমি বললাম, কি বললে? আমার গায়ের রংতো গোলাপের মতই সুন্দর! বলল, কই? আমি আমার গায়ের রং তাকে দেখালাম।এখন সে আমাকে ভালবাসে। এখন আমি দিনরাত হাসি।
তাকে বলেছি, আরও বেশি ভালবাসতে যাতে আমি আরও বেশি বেশি হাসতে পারি।
আরও বেশি বেশি যদি হাসতে না পারি কি হবে? তাই বলে কি গোলাপ’ আমি ভালবাসবনা? অবশ্যই বাসব, গোলাপ’ ভালবাসা আমার কমবেনা।কাজেই আরও বেশি বেশি যাতে হাসতে পারি সেই ব্যবস্থাই যেন হয়।
আরো পড়ুন-
- খক্ষ শব্দের অর্থ কি?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মান্না দের গান
- তাইয়ান নামের অর্থ কি
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- জীবিকা শব্দের অর্থ কি?
0