গোলাপ ফুল (৫)

0

গোলাপ ফুল দেখলেই আমার হাসতে ইচ্ছে করে। অথচ আমি হাসিনা। হাসিনা কেন? গোলাপ ফুল আমাকে ভালবাসেনা। একদিন জিজ্ঞেস করলাম, গোলাপ তুমি আমাকে ভালবাসনা কেন? সে বলে, গোলাপের মত তোমার গায়ের রং সুন্দর  নয়। আমি বললাম, কি  বললে? আমার গায়ের রংতো গোলাপের মতই সুন্দর! বলল, কই? আমি আমার গায়ের রং তাকে দেখালাম।এখন সে আমাকে ভালবাসে। এখন আমি দিনরাত হাসি।

তাকে বলেছি,  আরও বেশি ভালবাসতে যাতে আমি আরও বেশি বেশি হাসতে পারি।

আরও বেশি বেশি যদি হাসতে না পারি কি হবে? তাই বলে কি  গোলাপ’ আমি ভালবাসবনা? অবশ্যই বাসব, গোলাপ’ ভালবাসা আমার কমবেনা।কাজেই আরও বেশি বেশি যাতে হাসতে পারি   সেই ব্যবস্থাই যেন হয়।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply