ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বইটি পড়েননি এমন বাঙালি বোধহয় খুজে পাওয়া যাবে না। আজকে আপনাদেরকে বিদ্যাসাগরকে নিয়ে দুটি গান শোনাতে যাচ্ছি। একটি গেয়েছেন মান্না দে এবং আরেকটি মাধবী আদক। আশা করছি লেখক ডট মি এর লেখক এবং পাঠকদের দুটি গানই ভালো লাগবে, অন্তত গানের কথা এবং ভাবনা আপনাদের সবারই ভালো লাগবে। বিদ্যাসাগর আমাদেরকে শুধু বর্ণপরিচয়ই দেন নি, তিনি সমাজ এবং শিক্ষা সংস্কারে অনেক অবদান রেখেছেন।
তিনি কখনোই সাম্প্রদায়িকতার পরিচয় দেন নি, দিয়েছেন মনুষ্যত্যের পরিচয়, বাঙালি জাতির জন্য তাঁর অবদান অনস্বীকার্য। বাংলা বর্ণমালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ঋণী। চলুন গান দুটি শুনে নেই-
গেয়েছেনঃ মাধবী দিন্দা আদক
আরো পড়তে পারেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংক্ষিপ্ত জীবনী
করুণাসাগর ঈশ্বরচন্দ্র
অনেকে তাকে দয়ার সাগর, করুণাসাগর ইত্যাদি নামে ডাকতেন। দরিদ্রদের তিনি অন্ন বস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করতেন। তাঁর মায়ের ইচ্ছা পূরণ করতে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছিলেন। বাংলা সাহিত্যের অনন্য প্রতিভার অধিকারী কবি মাইকেল মধুসূদন দত্ত যখন ভিনদেশে অর্থ সংকটে পড়েছিলেন তখন তাঁর সাহায্যে এগিয়ে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায় নামের এই মহান ব্যক্তি।
মধুসূদন দত্ত তাঁর কবিতায় বলেছেন,
“বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে।
করুণার সিন্ধু তুমি সেই জানে মনে
দীন যে, দীনের বন্ধু”
উপরের ছবিতে বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল হল দেখতে পাচ্ছেন। ছবিটি- ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন-শেয়ার অ্যালাইক ৪.০ আন্তর্জাতিক লাইসেন্সের আওতায় লাইসেন্সকৃত। উৎসঃ উইকিপিডিয়া
বাংলা সাহিত্যে অসামান্য অবদান
বাংলা সাহিত্য যখন ধুকছে তখন তিনি বাংলা সাহিত্যের গদ্যধারার সূচনা করেন। তিনি যেমন বিখ্যাত অনেক বইয়ের বাংলা অনুবাদ করে সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তেমন, অনেকগুলো মৌলিক সাহিত্য তিনি রচনা করেছিলেন। বেতাম পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাদ ইত্যাদি তাঁর বিখ্যাত অনুবাদ গ্রন্থ। ব্রজবিলাস, প্রভাবতী সম্ভাষণ ইত্যাদি তাঁর মৌলিক রচনা। তাকে নিয়েও প্রচুর লেখালেখি হয়েছে। চন্ডীচরণ বন্দোপাধ্যায়, অমরেন্দ্রকুমার ঘোষ, বদরুদ্দীন ওমর, অসিতকুমার বন্দোপাধ্যায় তাকে নিয়ে বই লিখেছেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন গান আছে কি না আমার জানা নেই, তবে তাকে নিয়ে লেখা উপরের দুটি গান শুনতে পারেন। এবং কেমন লাগলো সেটি নিচের কমেন্ট বক্সে লিখে জানান। লেখক ডট মি তে আপনিও যেকোন লেখা প্রকাশ করতে পারেন, চাইলে অন্যদের লেখাগুলোও পড়তে পারেন।
নিয়ে নিন – Hoichoi Monthely Subscription (বিশেষ ছাড়ে)
তথ্যসূত্রঃ
- বিদ্যাসাগর রচনা প্রবন্ধ- Wbanswer
- শিক্ষা থেকে সমাজ সংস্কার- জীবিকা দিশারী
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষাসভা
- বিদ্যাসাগরের জন্মদিন উৎযাপন

অনেক অজানা তথ্য জানতে পারলাম
অনেক নতুন তথ্যের সমাবেশ