জলপ্রপাতে

0

বাবা মায়ের স্নেহের পরশ
সন্তান শুধু চায়,
ওদের মুখে দেখলে হাসি
মনটা ভরে যায়।বাবা মায়ের মধুর কথায়

কী’যে মায়া গো,
তাদের সুখেই স্বর্গ সুখের
নেইতো কোনো যো।

সন্তানগণে.. থাকলে দূরে
পড়ে ওদের মন,
ওদের কাছে সন্তানগণে
তারাই সুখের ক্ষণ।

সংসার কাঁধে নিয়ে দু’জন
ঝরে গায়ের ঘাম,
সন্তান সুখে….. হাসি মুখে
ক্ষয়ে গায়ের চাম।

বয়স ভারে যখন দু’জন
হারায় শক্তি জোর,
নির্ঝর প্রপাত রজনী যায়
বিষাদ ভরা ভোর।

সন্তানগণে তাদের আর তো
চা য়না নিতে ভার,
শেষ বয়সেই….জলপ্রপাতে
সময় করে পার।

হা হুতাশ আর অনেক কষ্টে
জ্বালা পোড়ন রয়,
শেষ বয়সেই জীবন হয় যে
কতো বিষাদ ময়

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ডায়না- ৪

ডায়না একটি নাম ডায়না একটি গান ডায়না একটি সুর   ডায়না তোমাকে ছাড়া আমার কিছু ভাল লাগেনা।

দ্বিধা দ্বন্দ্বে দল

  এসো সবাই মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দেই, এই বঙ্গতে পীর আউলিয়া মাজারের ঠাই নেই। সুন্নত মেনে ফতোয়া দেয় মাজার

কবিতা বাঁচাও মোদের জীবন আফছানা খানম অথৈ

কবিতা বাঁচাও মোদের জীবন আফছানা খানম অথৈ বন্যা এলো ভয়ংকররুপে ডুবল ফেনী শহর, বাঁচার জন্য মানুষগুলো করলো শুধু হাহাকার। ঘর

হাতছানি দেয় মরণ

  বেশি কথা বলেন যিনি বাচাল তাকে বলে, সবার কাছে অতি প্রিয় মিতভাষী হলে। বেশি ভোজন দেহে শক্তি ওজন বৃদ্ধি

Leave a Reply