0
বাবা মায়ের স্নেহের পরশ
সন্তান শুধু চায়,
ওদের মুখে দেখলে হাসি
মনটা ভরে যায়।বাবা মায়ের মধুর কথায়
কী’যে মায়া গো,
তাদের সুখেই স্বর্গ সুখের
নেইতো কোনো যো।
সন্তানগণে.. থাকলে দূরে
পড়ে ওদের মন,
ওদের কাছে সন্তানগণে
তারাই সুখের ক্ষণ।
সংসার কাঁধে নিয়ে দু’জন
ঝরে গায়ের ঘাম,
সন্তান সুখে….. হাসি মুখে
ক্ষয়ে গায়ের চাম।
বয়স ভারে যখন দু’জন
হারায় শক্তি জোর,
নির্ঝর প্রপাত রজনী যায়
বিষাদ ভরা ভোর।
সন্তানগণে তাদের আর তো
চা য়না নিতে ভার,
শেষ বয়সেই….জলপ্রপাতে
সময় করে পার।
হা হুতাশ আর অনেক কষ্টে
জ্বালা পোড়ন রয়,
শেষ বয়সেই জীবন হয় যে
কতো বিষাদ ময়
আরো পড়ুন-
0