0
তুমি যদি বল ভালবাসি আমি কি বলি? আমি বলি, তোমাকে আমি ভালবাসিনা।কেন? তোমার ভালবাসায় কি যেন খাদ আছে। তুমি কবে এ খাদ পূরণ করবে, কবে আমি তোমাকে বলব, আমি তোমাকে ভালবাসি? আমার পক্ষে কোনদিনই এ খাদ পূরণ করা সম্ভব নয়। তাহলে আমি কোনদিনই বলবনা, তোমাকে আমি ভালবাসি।
এই যে ভালবাসা দিলে এর প্রতিদান কি? এক কোটি মোহর? না, এক কোটি মোহর কম হয়ে যায়, তুমি নাও দশ লক্ষ কোটি মোহর। নিবে? নাও। দাও আমার ঠিক কোঁচড়্ ভরে দাও।ধর কোঁচড় ভরে বাড়িতে নিয়ে যাও।পারলে রান্না করে খেও।

0