0
যখন আমার মনে হয় তুমি আমার নেই তখন আমি কি করি? হাত মুখ ধুই, আয়নায় মুখ দেখি, দাঁত ব্রাশ করি, এদিক ওদিক চাই, কিছুক্ষণ নীরবে বসে থাকি।এমন হয় কেন? কারন, কিছুই আমার ভাল লাগেনা। তাহলে আমাকে কি করতে হবে? তোমাকে পাওয়ার সাধনা করতে হবে? আজ কি আমি সে সাধনা করেছি? না।তাহলে? আজকের দিনটি আমার ব্যর্থ।তাহলে? এমন একটি দিন যেন আর না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে।
এমন একটি দিন কি আর আসবে? আসবেনা।কেন?কারন, আজ পশ্চিম আকাশে সূর্য উঠেছে যে সূূর্যের রং অনেক লাল।তাহলে ? এজন্যই আমি আজ হাসি, খেলি, গান গাই, ‘তোমার’ ছবি আঁকি, ‘তোমার’ নাম ধরে ডাকি, যে জনার কোন নাম নেই তাকে নতুন নাম দিয়ে দেই।
আরো পড়ুন-
- গৌতম বুদ্ধের শিক্ষা
- ইউটিউব থেকে আয় করার উপায়
- এডসেন্সের টাকা তোলার পদ্ধতি
- ছোটগল্প লেখার নিয়ম
- মোটিভেশনাল উক্তি

0