0
তুমি থাকলে কি হয়? তুমি থাকলে কি না হয়? তুমি থাকলে ফুল ফোটে, চাঁদ ওঠে, পাখি গায়, তুমি থাকলে নদী বয়ে যায়, তুমি থাকলে শুকতারা’ নতুন নাম নিয়ে ডাকে।তুমি থাকলে এত কিছু হয় কেন? তুুমির মনে হয় আরো এক তুমি আছে যে যমুনার পাড়ে বেড়াতে গেছে।বেড়ানো শেষ হলে এলে বলব, সেখানে কি? যদি বলে কিছু আছে আমি বলব, সেই কিছুর নিকুচি করি।
এইতো সেদিন তুমি আমার তুমি হয়ে ছিলে। অথচ আজ তুমি আমার নেই। তুমি কোথায় যেন চলে গেছ। সে জনার কোন নাম নেই। আমি বলি নামহীন একজনকে নিয়েই রাত কাটবে?সে বলে,হ্যাঁ নামহীন একজনকে নিয়েই রাত কাটবে। আমি বুঝি নামহীন একজনের জন্য ১০১ বছর অপেক্ষা করেছি? ও ১০০ বছর নয় দুশ বছর।এ দুশ বছর যে কেমনে কেটেছে তা শুধু আমিই জানি।তাইতো আমি চাঁদ দেখিনা, ফুল দেখিনা, গাছের কোটা দেখিনা।এই অদেখা ভুবন কবে আমার দেখা হবে? দেখা হলে বলব, এত দিনে সব দেখা দেখা হয়ে গেছে।
0