0
তোমার যে নাম সুন্দর সে নাম আমি ভালবাসি। একদিন বললাম, সে নাম আমাকে ধার দিয়ে দাও। তুমি দিলেনা।এখন আমার সে নাম একটুও ভাল লাগেনা। তুমি কি চাওনা তোমার সুন্দর নাম সুন্দর থাকুক? অবশ্যই চাই কিন্তু সে নাম নিলে তুমি যদি আর আগের মত না থাক, তুমি যদি হয়ে যাও ভিন দেশী এক প্রাণী? না না আমার তেমন কিছু হবার সম্ভাবনা নাই।তাহলে নাও ধর তোমাকে সে নাম ধার দিয়ে দিলাম।
এবার বল তুমি সে নাম নিয়ে কি করবে? আমি সে নাম নিয়ে আমার গলার মালায় ঝুলাব আর বলব, এমন একটি নাম জুটেছে যে নাম কারো কোনদিন ভাগ্যে জোটেনি। কেউ যদি তোমাকে খুন করতে আসে? আমি তাকে খুন করে ফেলব, বলব, এ নাম শুধুই আমার এ নাম আর কারো হতে পারেনা।

0