0
আমার মাও বালানা, আমার বাপও বালানা।একদিন মা বলল, তুই কোথায় যাবি চলে যা! একই কথা বাপও বলল।আমি এক জঙ্গলে গিয়ে আশ্রয় নিলাম। মা-বা আমাকে সেখান থেকে ধরে আনল।এনে বলল, তুই জঙ্গলে আশ্রয় নিয়েছিস যদি পুলিশ আমাদের কিছু করত।সেই থেকে আমি আমার মা-বাবাকে একটুও দেখতে পারিনা। মা বাবা এখন আমাকে দেখলেই দূরে দূরে থাকে। আমার মন চায় মা-বাবাকে লাথি মারি।কিন্তু মা বাবা তার আগেই ঠ্যাঙ্গা নিয়ে বসে থাকে।
এখন আপনারাই বলেন আমি কি করব? নিজে মরব না মা, বাবাকে মারব?

0