0
আমার দুই হাত, দুই চোখ, দুই ঠোঁট।শুধু দুই নয় আমার নাকের আগা।কেন? ” সেখানে একটিমাত্র নাক্ বাস করে।” তুমি সেটাকে দুই করে দাও।
দুই করতে হলে তোমাকে কি করতে হবে? কিছুক্ষণ আমার পাশে বসে গল্প করতে হবে। তুমি কি সে গল্প করবে? যদি না কর এক্ষুনি দূরে সরে যাও।না, দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে সেটা এক্ষুনি দুই হয়ে গেল।

0