0
তুমি যদি বল, ” তুমি আর তুমি নেই”, আমি কি বিশ্বাস করব? না, তুমি আজো তুমি আছ, কারন, তুমি আমাকে ভালবাস।এমনি করে তুমি চিরদিন তুমি থেকো। তুমি আমার না থাকলে যে কিছুই ভাল লাগবেনাঃ আকাশে ফুল ফুটবেনা, তারারা হাসবেনা, নদী বয়ে যাবেনা, পাখির কলতান শোনা যাবেনা। তুমি এমন কিছু হতে দিয়োনা যা আমি পছন্দ করিনা। কাজেই তুমি চিরদিন তুমি থেকো।
এবার বল, তুমি যদি তুমি থাক তার পুরস্কার কি হবে ? তার পুরস্কার একটি নিম গাছের পাতা।ধর, নিম….. পাতা এক্ষুনি ছিঁড়ে দিলাম, তুমি বল, তুমি তুমি থাকবে কিনা।
আরো পড়ুন-
- খক্ষ শব্দের অর্থ কি?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মান্না দের গান
- তাইয়ান নামের অর্থ কি
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- জীবিকা শব্দের অর্থ কি?

0