তুমি ( প্রেমের কবিতা)

play icon Listen to this article
0

তুমি যদি বল, ” তুমি আর তুমি নেই”, আমি কি বিশ্বাস করব? না, তুমি আজো তুমি আছ, কারন, তুমি আমাকে ভালবাস।এমনি করে তুমি চিরদিন তুমি থেকো। তুমি আমার না থাকলে যে কিছুই ভাল লাগবেনাঃ আকাশে ফুল ফুটবেনা, তারারা হাসবেনা, নদী বয়ে যাবেনা, পাখির কলতান শোনা যাবেনা। তুমি এমন কিছু হতে দিয়োনা যা আমি পছন্দ করিনা। কাজেই তুমি চিরদিন তুমি থেকো।

এবার বল, তুমি যদি তুমি থাক তার পুরস্কার কি হবে ? তার পুরস্কার একটি নিম গাছের পাতা।ধর, নিম…..  পাতা এক্ষুনি ছিঁড়ে দিলাম, তুমি বল, তুমি তুমি থাকবে কিনা।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মায়ের লাশ আফছানা খানম অথৈ

মায়ের লাশ আফছানা খানম অথৈ অন্ধকার তালাবদ্ধ ঘরে পড়ে আছে মা, কোথাও কেউ নেই চারদিক অন্ধকার। ঝি ঝি পোকা ডাকছে

কবিতা কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ

কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ ক্ষেত ভরা ধান আর জল ভরা দীঘি, কৃষকের উঠোন জুড়ে শুধু ধানের সারি। মুখে

কবিতা শেখ রাসেল আফছানা খানম অথৈ

শেখ রাসেল আফছানা খানম অথৈ রাসেল সোনা চাঁদের কনা সবার চোখের মনি, হেসে খেলে সবার সাথে করতো দুষ্টামি। বাবা যখন

Leave a Reply