0
বন্ধুর স্থানটা যে অপূর্ণতা
ছিলো প্রাণের মাঝে ,
সঠিক বন্ধু…. খুঁজে তবে
পেতাম যদি কাছে।
ধরায় খুঁজে যদি পেতাম
তবে বাসতাম ভালো,
বন্ধুর রঙে ..রাঙিয়ে আজ
স্বপ্নে ছড়াই আলো।
কাব্য লেখার মাঝে পেলাম
কতো শত বন্ধু,
বন্ধু খুঁজে …….পেতে আজি
প্রাণই যেন অন্ধ।
হাজার বন্ধুর… মাঝে বন্ধু
আছে হৃদয় জুড়ে,
নাম টা আছে হিয়ার তরে
আছে হৃদয় ঘরে।
খুবই যত্নে রাখবো তোকে
থাকবে হৃদয় মাঝে,
বাসবো ভালো… প্রাণটা ভরে
রাখবো তোকে কাছে।
আসল বন্ধু খুঁজে পেলাম
সবার মাঝে থেকে,
কোনো দিনই যাস নে ফেলে
বন্ধু একলা রেখে।
থাকিস যে মোর হৃদয় জুড়ে
তাইতো বিধি দিলো,
চলার পথে বিপদ-আপদে
তোকে খুজে নিলো।
আরো পড়ুন-

0