0
ধর একদিন তুমি আকাশে ছিলে, বাতাসে ছিলে, পাথারে ছিলে- সেখান থেকে তোমাকে আমি ধরে এনেছি।
তখন তুমি কি করবে?
আনন্দে আত্মহারা হয়ে যাবেঃ ” আমাকে এমন একজন ধরে এনেছে যে আমার জন্য পাগল”।
তাহলে?
আজ আমি তোমার জন্য পাগল, তুমি আমার হবে কিনা বল।
তুমি আমার হলে আমরা এমন এক জায়গায় চলে যাব যেখানে মানুষ, গরু, ছাগল…. কিছুই নেই, শুধু আছে লাল রংয়ের বাদামী বেজি।আমরা সে বাদামী বেজির সাথে খেলব, হাসব আর গাইব আমাদের দিন অসীম আনন্দে কেটে যাবে।
না, না আমি তোমার হবনা।
তাহলে তুমি একটি লাল বাদামী বেজি মিস্ করলে।

0