0
বাবা কি জিনিস আজও বুঝলামনা! বাবা কি নীল আকাশের তারা না দূর পাহাড়ের হাসি? বাবা থাকলে নিশ্চয়ই বুঝিয়ে দিতেন! বাবা একদিন বলেছিলেন, আমি যখন থাকবনা তখন বুঝবি আমি কি জিনিস! আসলেই আজ বাবা নেই আজ বুঝি! আজ আমার বুকে প্রচন্ড ব্যথা, বাবা থাকলে নিশ্চয়ই বুকে তেল মালিশ করে দিতেন!
বাবা তুমি কোথায় আছ, চাঁদের বুকে? দাঁড়াও আমি আসছি! না, না আমি চাঁদের বুকে নেই! তাহলে তুমি না হারানোর দেশে? না, না, আমি না হারানোর দেশেও নেই! তাহলে তুমি জোড়’ নদীর পুকুর ঘাটে? দাঁড়াও আমি আসছি আমার বড় জোর পাঁচ মিনিট লাগব! তোর পাঁচ মিনিট অনেক কষ্ট হবে! কষ্ট হলে হোক, পাঁচ মিনিট কি আর সময়, আমি আসছি তুমি আবার দূরে চলে যেওনা যেন!

0