0
আমার সময় হয়েছে চলে যাবার অথচ সে আমাকে যেতে দিচ্ছেনা।এই তুমি আমাকে যেতে দিচ্ছনা কেন? তুমি না থাকলে আমার ভাল লাগেনা। তাহলে আমাকে বেঁধে রাখ। কি দিয়ে বাঁধব? দড়ি দিয়ে বাঁধ।কই দড়িতো নাই।তাহলে কাছি দিয়ে বাঁধ।কই কাছিও নাই। তাহলে বুকের ওড়না দিয়ে। ওড়না দিয়ে বাঁধলে সমস্যা আছে।কি সমস্যা? আমি পরব কি! তাহলে একদম বুকের সাথে জড়িয়ে রাখ।আচ্ছা বুকের সাথেই জড়িয়ে রাখব।এতক্ষণে আমার যাওয়ার সময় হল।কিভাবে? বুকের সাথে জড়িয়ে রাখলে আর ছুটানো যাবেনা, বুকে বুকে জোড়া লেগে যাবে, তার চেয়ে চলে যাওয়াই ভাল।

0