বৃষ্টি ভেজা দিন

1

বৃষ্টি ভেজা দিন

মুহিববুল্লাহ জিয়া

বৃষ্টি হচ্ছে সকাল থেকে

মেঘাচ্ছন্ন আকাশ,

উড়িয়ে নিচ্ছে মোর ছাতাখান

কালবৈশাখীর বাতাস।

ছোটবেলায় বৃষ্টি হলে

চলে যেতাম মাঠে,

খেলা শেষে কাঁদা মেখে

চলে যেতাম ঘাটে।

হাত পা সবি ধুয়েমুছে

চলে আসতাম ঘরে,

মটর ভাজা খেয়ে সবাই

ঘুমাই যেতাম খাটে

সূর্য মামা দেয় না আলো

বৃষ্টি হচ্ছে বলেই,

তাইতো সবাই ঘুমাই থাকতাম

সকাল দুপুর রাতে    ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Md mohibbullah Zia

Author: Md mohibbullah Zia

আমার নাম মোহাম্মদ মুহিববুল্লাহ জিয়া, পিতা মোহাম্মদ জেবল হোসাইন,ঠিকানা চট্টগ্রাম জেলা আনোয়ারা থানা ২নং বরশত ইউনিয়ন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

Leave a Reply