বৃষ্টি ভেজা দিন

1

বৃষ্টি ভেজা দিন

মুহিববুল্লাহ জিয়া

বৃষ্টি হচ্ছে সকাল থেকে

মেঘাচ্ছন্ন আকাশ,

উড়িয়ে নিচ্ছে মোর ছাতাখান

কালবৈশাখীর বাতাস।

ছোটবেলায় বৃষ্টি হলে

চলে যেতাম মাঠে,

খেলা শেষে কাঁদা মেখে

চলে যেতাম ঘাটে।

হাত পা সবি ধুয়েমুছে

চলে আসতাম ঘরে,

মটর ভাজা খেয়ে সবাই

ঘুমাই যেতাম খাটে

সূর্য মামা দেয় না আলো

বৃষ্টি হচ্ছে বলেই,

তাইতো সবাই ঘুমাই থাকতাম

সকাল দুপুর রাতে    ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Md mohibbullah Zia

Author: Md mohibbullah Zia

আমার নাম মোহাম্মদ মুহিববুল্লাহ জিয়া, পিতা মোহাম্মদ জেবল হোসাইন,ঠিকানা চট্টগ্রাম জেলা আনোয়ারা থানা ২নং বরশত ইউনিয়ন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply