1
বৃষ্টি ভেজা দিন
মুহিববুল্লাহ জিয়া
বৃষ্টি হচ্ছে সকাল থেকে
মেঘাচ্ছন্ন আকাশ,
উড়িয়ে নিচ্ছে মোর ছাতাখান
কালবৈশাখীর বাতাস।
ছোটবেলায় বৃষ্টি হলে
চলে যেতাম মাঠে,
খেলা শেষে কাঁদা মেখে
চলে যেতাম ঘাটে।
হাত পা সবি ধুয়েমুছে
চলে আসতাম ঘরে,
মটর ভাজা খেয়ে সবাই
ঘুমাই যেতাম খাটে
সূর্য মামা দেয় না আলো
বৃষ্টি হচ্ছে বলেই,
তাইতো সবাই ঘুমাই থাকতাম
সকাল দুপুর রাতে ।
1