0
এ পৃথিবী সুন্দর নয়, সুন্দর আরেক পৃথিবী। চল সে পৃথিবীতে চলে যাই। কে বলেছে সে পৃথিবী সুন্দর? শুনেছি সে পৃথিবীতে শান্তি নেই, সেখানে নাকি একজন আরেকজনকে একটুও ভালবাসেনা।যেখানে ভালবাসা থাকেনা সেখানেই সব সৌন্দর্য লুকায়িত থাকে,সেখানেই মানুষ শান্তিতে ঘুমায়।তাহলে চল একটুও দেরী না করে এক্ষুনি সে পৃথিবীতে চলে যাই।

0