0
আমাকে যে ভালবাসে আমি তাকে ভালবাসিনা, আমি তাকে ভালবাসি যে আমাকে ভালবাসেনা।তাহলে এর সূরাহা কি? এর সারাহ হল যে যাকে ভালবাসে তাকে ভালবাসতে হবে। তার মানে আমাকে যে ভালবাসে তাকে আমার ভালবাসতে হবে। আমি কি তাকে ভালবাসতে পারব? অবশ্যই পারব তানাহলে সে আমাকে কিসের ভালবাসে!
ভালবাসা এমন এক জিনিস আগুনে রাখা যায়না, পানিতে রাখা যায়না। তাকে এমন এক জায়গায় রাখতে হয় যেখানে সে চরচরিয়ে বেড়ায়।আমি তাকে ভালবেসে দেখব সে আমাকে ভালবাসে কিনা।

0