ভালো আছি

0

তুমি আমায় ভুলে গেছ
আর মনে করো না,
আমার কাছে আর আসো না
আমায় আর ডাকো না।
আমি সেই আছি তোমার স্মৃতি নিয়ে।
আমার আর কী আছে বলো?
আমার আর কে আছে বলো?
শুধু তোমার স্মৃতিটুকুই আমার কাছে সব।
জানি না আমায় ছাড়া তুমি কেমন আছ,
তবে তোমায় কাছে না পেয়েও
আমি ভালো আছি
ঈশ্বর আমায় ভালো রেখেছেন!
আমার আর কিছু নেই, শুধু তোমার স্মৃতিটুকু ছাড়া।
ঈশ্বর আমার দিকে তাকিয়েছেন
তাই তো আমি তোমার অনুপস্থিতির কথা ভেবেও খারাপ নেই।
শুধু দু’টো শব্দে বলতে গেলে বলব
‘ভালো আছি’।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬/৬/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ডায়না- ৪

ডায়না একটি নাম ডায়না একটি গান ডায়না একটি সুর   ডায়না তোমাকে ছাড়া আমার কিছু ভাল লাগেনা।

দ্বিধা দ্বন্দ্বে দল

  এসো সবাই মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দেই, এই বঙ্গতে পীর আউলিয়া মাজারের ঠাই নেই। সুন্নত মেনে ফতোয়া দেয় মাজার

কবিতা বাঁচাও মোদের জীবন আফছানা খানম অথৈ

কবিতা বাঁচাও মোদের জীবন আফছানা খানম অথৈ বন্যা এলো ভয়ংকররুপে ডুবল ফেনী শহর, বাঁচার জন্য মানুষগুলো করলো শুধু হাহাকার। ঘর

হাতছানি দেয় মরণ

  বেশি কথা বলেন যিনি বাচাল তাকে বলে, সবার কাছে অতি প্রিয় মিতভাষী হলে। বেশি ভোজন দেহে শক্তি ওজন বৃদ্ধি

Leave a Reply