ভালো আছি

0

তুমি আমায় ভুলে গেছ
আর মনে করো না,
আমার কাছে আর আসো না
আমায় আর ডাকো না।
আমি সেই আছি তোমার স্মৃতি নিয়ে।
আমার আর কী আছে বলো?
আমার আর কে আছে বলো?
শুধু তোমার স্মৃতিটুকুই আমার কাছে সব।
জানি না আমায় ছাড়া তুমি কেমন আছ,
তবে তোমায় কাছে না পেয়েও
আমি ভালো আছি
ঈশ্বর আমায় ভালো রেখেছেন!
আমার আর কিছু নেই, শুধু তোমার স্মৃতিটুকু ছাড়া।
ঈশ্বর আমার দিকে তাকিয়েছেন
তাই তো আমি তোমার অনুপস্থিতির কথা ভেবেও খারাপ নেই।
শুধু দু’টো শব্দে বলতে গেলে বলব
‘ভালো আছি’।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬/৬/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

Leave a Reply