ভালো আছি

0

তুমি আমায় ভুলে গেছ
আর মনে করো না,
আমার কাছে আর আসো না
আমায় আর ডাকো না।
আমি সেই আছি তোমার স্মৃতি নিয়ে।
আমার আর কী আছে বলো?
আমার আর কে আছে বলো?
শুধু তোমার স্মৃতিটুকুই আমার কাছে সব।
জানি না আমায় ছাড়া তুমি কেমন আছ,
তবে তোমায় কাছে না পেয়েও
আমি ভালো আছি
ঈশ্বর আমায় ভালো রেখেছেন!
আমার আর কিছু নেই, শুধু তোমার স্মৃতিটুকু ছাড়া।
ঈশ্বর আমার দিকে তাকিয়েছেন
তাই তো আমি তোমার অনুপস্থিতির কথা ভেবেও খারাপ নেই।
শুধু দু’টো শব্দে বলতে গেলে বলব
‘ভালো আছি’।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬/৬/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রিলেশন আফছানা খানম অথৈ

রিলেশন আফছানা খানম অথৈ আজকাল রিলেশন করাটা ফ্যাশনেরুপ নিয়েছে।আজকে আমরা আলোচনা করব কিভাবে বিবাহিতা বয়স্ক পুরুষেরা রিলেশনে জড়াচ্ছে। আজকাল আমরা

বাংলার বল

মাটি মানুষ--সুন্দরবন সাগর -নদী জল, আগমনি জেনে রেখো এটা বাংলার বল। দিক -দিগন্ত উড়াল দিবে পাবে নাকো ভয়, লড়াই করবে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

Leave a Reply