0
ধর পৃথিবীতে কোন ফুল নেই তখন মানুষ কি করবে? যাবে কোন এক বনে।কিন্তু সেখানে গিয়েও দেখল ফুল নেই তখন? আবার পৃথিবীতে ফিরে আসবে। এসে? মন খারাপ করে বসে থাকবে। ধর সেই মুহূর্তে তোমাকে আমি একটি ফুল দিলাম? তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। আজ তোমাকে আমি সেই ফুল দিলাম তুমি আমাকে কি দেবে? দেব চন্দ্র, সূর্য, তারা।না আমি চন্দ্র, সূর্য চাইনা।তাহলে আমি চাই অন্য একটি জিনিস। সেটা কি? তোমার মনের ভিতর যে মন আছে সেখানে অন্য এক মন লুকায়িত আছে সেটা দাও।আচ্ছা সেটাই দিলাম। এতক্ষণে তুমি আমার মন হলে।

0