ও আমার না বলা কথা

0

আমি এমন একজনকে ভালবাসি যে আমাকে ভালবাসেনা।একদিন বললাম, তুমি আমাকে ভালবাসনা কেন?  বলল, তোমার হাতের রেখা সুন্দর নয়।আমি হাতের রেখা সুন্দর করতে উঠে পড়ে লাগলাম। দিন রাত চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত হাতের রেখা সুন্দর  করলাম, তারপরও সে আমাকে ভালবাসেনা।এখন সে আমাকে বলে তোমার এটা নেই,  ওটা নেই, ওটার এই হয়েছে এইসব। আচ্ছা আপনারাই বলেন একজন মানুষের সব মন মত হয়?   আপনারাই বলেন, তাকে আমি কি করব?  তাকে মেরে ফেলব না গিলে খাব?মেরে ফেলার দরকার নাই পারলে গিলে খেয়ে ফেল।গিলে খেলে আবার যদি বমি হয়ে বের হয়ে যায়? বমি হবেনা, ওটা হজম হয়ে যাবে তখন আর তার কোন অস্তিত্ব থাকবেনা। তাহলে গিলেই খেয়ে ফেলব।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ফুল (৯)

কাল যে ফুলটি ফুটেছে আজ সে ফুলটি ফোটেনি । সে ফুলটির নাম 'সুন্দর '। সে ফুলটি তুমি আমাকে দিলে, আমি

ও আমার অনাগতা প্রিয়া

একদিন একজনকে আমি  বলেছিলাম, এই আমাকে একটি ফুল দাওতো।সে আমাকে একটি ফুল দিয়েছিল।আজ আমার ভীষণ তাকে মনে পড়ছে।মন চাচ্ছে তাকে

ডায়না (৩)

ডায়না ডায়না ডায়না কোন কথা কয়না একবার না দেখিলে মনে হয় কতদিন দেখা হয়না।   ঘুম থেকে উঠে সাতটায় হাতমুখ

পড়ছে মনে মাকে

  পড়ছে মনে ভীষণ ভাবে প্রবাসে আজ মাকে, এই প্রসাবে কে আমায় বলো খোকা বলে ডাকে। মাকে ছেড়ে বাবার ছেড়ে

Leave a Reply