0
আবার যেদিন দেখা হবে বলব তুমি যদি আমার না হও আমি মরে যাব। আসলে কি মরব? অবশ্যই মরব তানাহলে আমি তাকে পাব কি করে।
আগে কি একবারও সে আমার হয়েছিল? অনেকবার হয়েছিল। তখন? আমি বার বার মরেছিলাম।আবার মরব, দেখব সে মরনের সাধ কত।

0
আবার যেদিন দেখা হবে বলব তুমি যদি আমার না হও আমি মরে যাব। আসলে কি মরব? অবশ্যই মরব তানাহলে আমি তাকে পাব কি করে।
আগে কি একবারও সে আমার হয়েছিল? অনেকবার হয়েছিল। তখন? আমি বার বার মরেছিলাম।আবার মরব, দেখব সে মরনের সাধ কত।
আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)