যদি কোনদিন এমন হয় যে তুমি খুব সকাল বেলা ঘুম থেকে উঠে শুনতে পেলে তোমাকে সবচেয়ে বেশি যে ভালবাসত সে মারা গেছে তখন তুমি কি করবে? পাগলের মত হয়ে যাবে। পাগলের মত হয়ে ছুটতে ছুটতে তার পিছন পানে চলে যাবে।গিয়ে যখন দেখবে সে মৃত তখন তুমি কি করবে? অনন্ত প্রার্থনায় নিজেকে সমর্পণ করবে।বলবে, হে পরওয়ার দিগার এ গুনাহগার, এ গুনাহগার, একে ক্ষমা করে দাও; একে যদি ক্ষমা না কর আমি কোনদিন ক্ষমা পাবনা।তোমার কথা শুনে ঈশ্বর তাকে ক্ষমা করে দিবেন, তুমি এক আনন্দ উল্লাসে মেতে উঠবে।বলবে এমন জীবন কোনদিন পাইনি আমার কাছে কি চাও বল।কেউ যদি তোমার কানের দুল চায় তাকে সেটি দিয়ে দিবে।
আমি তোমার এমন একজন তুমি আমাকে কি দেবে বল।তুমি যদি আমাকে হুর-পরী দাও কম হয়ে যায়। তুমি আমাকে দাও নীল আকাশের পরী। কারন, নীল আকাশের পরী আমি সবচেয়ে ভালবাসি।
তুমি যদি কাউকে তোমার এ ভালবাসার কথা বল সে তোমাকে কি দেবে বল।সে তোমাকে তার কাঁধের গামা খুলে দেবে। আমি তোমাকে আমার কাঁধের গামছা দেবনা, দেব মাজার হাড্ডি।কারন, মাজার হাড্ডি যে সবচেয়ে বেশি important.
