মানুষের মৃত্যুর পরের কথা

0

মানুষ মৃত্যুর পর যায় কোথায়? বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে এটা জানা গেছে হয় স্বর্গ না হয় নরক। এ তো গেল ধর্মগ্রন্থের কথা। কিন্তু যে মানুষটির মৃত্যু হয় অর্থাৎ যে মানুষটি প্রাণত্যাগ করে তারপর সে কোথায় যায় সে কি নিজেও তা জানে?
না। তার পক্ষে কিছুই জানা সম্ভব হয় না।কারণ মানুষের দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ মানুষ জানতে পারে সে কোথায় আছে। কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগের সাথে সাথে মানুষ সবকিছু ভুলে যায়।যেমন, তার নাম কী ছিল, তার পিতামাতার নাম কী ছিল, তার জন্মস্থান কোথায় ছিল ইত্যাদি। শুধু কি এইটুকুই? তার জীবনে ঘটে যাওয়া যাবতীয় ঘটনার কথা সব ভুলে যায়।এই হলো জগতের নিয়ম। দু’চোখ চিরকালের জন্য বন্ধ করার সাথে সাথে মানুষ সবকিছু ভুলে যায়।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯/১২/২০২৩

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার নীলক্ষেত ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply