0
মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য কি? মানুষ হল মানুষ আর অমানুষ অ-অমানুষ। তার মানে? মানুষ মানুষকে ভালবাসে আর অমানুষ মানুষকে ভালবাসেনা।তাহলে? তোমাকে মানুষ হতে হবে। ” তুমি কি আজ একবারও ভেবে দেখেছ যে কাজটি করেছ তুমি সেটি সঠিক ছিল কিনা?”
” আর যাই কর মানুষকে কখনও খারাপ বোলোনা, মানুষকে খারাপ বললে সবাই তোমাকে খারাপ বলবে।”
0