মাহে রমজান

play icon Listen to this article
0

রমজানের চাঁদ উদয় হলো খুশির বার্তা বহে
শৃঙ্খলিত মানব জাতি রোজা ঘ্রাণটা লহে।
মুসলিম গণে রোজা পেয়ে হলো আজি ধন্য,
রোজা যে ঢাল স্বরূপ আজাব থেকে বাঁচার জন্য।

রোজা এলো বছর ঘুরে মুমিন গণের মাঝে
খুশির জোয়ার লহে মুমিন আজি নতুন সাজে।
মহান মাসে উত্তম রাতে পায় যে কদর রাতে,
বান্দার প্রেমটা প্রভুর সাথে আনন্দেতে মাতে।

রোজা রাখলে ঈমান নিয়ে গুণা ঝরে যাবে,
রোজার মাসে রোজা সওয়াব প্রভুর থেকে পাবে।
দান সাদকা তে সওয়াব নেকীর পাল্লা করো ভারী,
রজনীতে পাপের মোচন যতো শুদ্ধ পারি।

চলরে মুমিন মসজিদ পানে গাফেল নাহি থাকি
নামাজ রোজা তালাস করে আল্লা নামে ডাকি।
রোজার গুণে কুষীদ ছেড়ে মুমিন মেলরে আঁখি,
নাজাত যতো পাপ কালিমা রাখিস কেনো বাকি।

রোজার মাসে সকল ভান্ডার আজি দিলে খুলে
খুশির স্রোতে মাতে মুমিন ভিড়বে শান্তির কুলে।
প্রভুর প্রেমে দিদার লাভে ব্যাকুল মুমিন গণে,
ঈমান গুণে আমল করে রাখবে প্রভুর সনে।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ দ্রব্যমূল্যর উর্ধবগতি বাড়ছে দিনে দিনে, অনাহারীর মুখের খাবার কেড়ে নিছে লোকে । সোনারদেশ বাংলাদেশ এখন

কবিতা: বিজয়ের গান

বিজয়ের গান মোহাম্মদ আকিফ মনসুরী একাত্তরে মুক্তিসেনা দিলো কত প্রাণ। তাঁদের জন্য পেলাম স্বদেশ বিজয় ফুলের ঘ্রাণ। কত শহিদের কত

Leave a Reply