0
বাবাও নাই মাও নাই তারপরও সে মানুষ । তার মানে? মা বাবা ছেড়ে যাওয়ার পর কোন এক ভিখারি তাকে মানুষ করেছে। তাহলে? ভিখারীকেই মা বাবা বলতে হবে। যদি এই মা বাবাও ছেড়ে যায়? তাহলে অন্য মা বাবাকে মা বাবা বলতে হবে।
ধরলাম সেই মা বাবাও ছেড়ে চলে গেল, তখন? নতুন যে মা বাবা আছে তাকে মা বাবা বলতে হবে।

0