0
মা, বাবা, ভাই-বোন এ তিনে মিলে সংসার।অথচ মা আমাকে ভালবাসেনা।বলে, তুই বাবা ও ভাইকে বেশি ভালবাসস্।আমি বলি,না আমি তোমাকে বেশি ভালবাসি। মা বিশ্বাস করেনা। অবশেষে একদিন মা আমাকে খুন করতে আসে। খুন করতে আসলে আমি তার হাত থেকে দা কেড়ে নেই। মা বলে, তুই দা কেড়ে নিলি কেন? আমি বলি, তুমি যদি আমাকে খুন কর তোমার চোখ থেকে অঝোর ধারায় জল পড়তে থাকবে।মা বলে কেন? আমি বলি, কোন একদিন আমি তোমার পেট থেকে উদয় হয়েছিলাম -এই ভাবনা তোমাকে তাড়িয়ে বেড়াবে। মা এখন আমাকে ছাড়া থাকতে পারেননা। দেখলেই বলে, আয় কাছে আয়।এমন মা’ আমি কেমনে ভুলি!

0