1
কখনও যদি তোমার মাকে দেখ রাস্তায় ময়লা পরিষ্কার করছে তখন তোমার কেমন লাগবে? খারাপ লাগবে; তোমার মন হবে মা এ কাজ করছে! আজ আমার মাকে দেখলাম এমন একটি কাজ করতে, আমার খুব খারাপ লেগেছিল। আমি মাকে জিজ্ঞেস করলাম, তুমি এ কাজ করছ কেন? মা বললেন, তোর জন্য! সেই থেকে আর আমার খারাপ লাগেনা।কেন? মা এমন কাজ করতেই পারে কারন, মা যে মা।

1