0
আমার বাবা যেদিন জন্মেছিলেন কি ভেবেছিলেন? আমার ঘরে একটি ছেলে হবে। কেন? তিনি ছেলে তার ছেলে প্রত্যাশা করাই স্বাভাবিক। তো আজ আমি কি প্রত্যাশা করতেছি? আমার ঘরে একটি মেয়ে হবে। কেন? আমার কোন মেয়ে নেই। তাহলে? তুমি কি আমার সেই মেয়ে হবে যে মেয়ের জন্য মানুষ তীর্থের কাকের মত পথ চেয়ে বসে থাকে।

0