0
মানুষ যেদিন জন্ম নেয় সেদিন কি করে? শুধু ওঁ আঁ করে। জন্মের পর সে কি করে? হাঁটতে শিখে, গান গায়, ছবি আঁকে আরো অনেক কিছু করে। তাহলে আজ তুমি কিছু করলেনা এটা কি ঠিক? না, ঠিক নয়।তাহলে তোমার কি করা উচিত? আমাকে অন্তত একটি গান শোনানো উচিত। তুমি কি সে গান শোনাবে? না, শোনাবেনা।” তাহলে তুমি কিসের গাইয়ে! “

0