রিকশাওয়ালা

0

গ্ৰামের থেকে কতো মানুষ
হচ্ছে শহর মুখে,
পেটের দায়ে জীবন তাদের
চরম ভাবে দুখে।

কোনো ভাবেই রাত যাপনে
বস্তির ঘরে থাকে,
খরচ মেটায় আয়ের থেকে
টাকা জমা রাখে।

বেশির ভাগেই রিকশা নিয়ে
যাত্রী পৌঁছে দেয়,
পায়ের জোরে প্যাডেল মেরে
ভাঁড়ার টাকা নেয়।

জায়গা মতো পৌঁছে দিয়ে
সামান্য পায় ভাড়া,
ভাঁড়ার টাকা দেবার সময়
অনেকে দেয় তাড়া।

মাথার থেকে টপটপ করে
ঘাম ঝরিয়ে পড়ে,
সকল থেকে রাত দুপুরে
ভাতের জন্য লড়ে।

বুভুক্ষের ওই মানুষগুলোর
বকা কোনো দাও,
মনুষ্যত্বের ওই গুণটা নিয়ে
আপন করে নাও।

ভাতের জন্যে লড়াই করে
খাবে কেনো গালি,
পৌঁছে দিচ্ছে জায়গা মত
মেখে ধূলাবালি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ

#কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ কত গরীব দেখি রোজ না খেয়ে আছে পথেঘাটে পড়ে আছে কেউ নেই কাছে। আপন

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

One Reply to “রিকশাওয়ালা”

Leave a Reply