0
আকাশে যত তারা এত তারা কি কোথাও আছে? না।এ তারা জন্ম হয়েছে কেন? শুধু তোমার জন্য। সেই তুমি আমাকে কি ভালবাস? না। তাহলে? আমার মরে যেতে ইচ্ছে করছে। আমি কি মরব? না।কেন? কোন একদিন তোমাকে পেলেও পেতে পারি।আমি কি পাব? অবশ্যই পাব,আমার হাত আছে, পা আছে, দুটি চোখ আছে। তাহলে? এই দুচোখ যেন আরো বড় হয়ে যায়।
এই দুচোখ বড় হয়ে গেলে আমি কি করব? আমি শুধু সাগরে ভাসব।সেই সাগরের নাম কি আমাকে যদি কেউ বলে দিত।

0